দৈনিক করতোয়া পত্রিকার ৫০ বছর পদার্পণ উপলক্ষে আদমদীঘি উপজেলা প্রতিনিধির উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১০ টায় আদমদীঘি প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে কেক কাটাসহ নানা আয়োজনে আনুষ্ঠানিক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক করতোয়া প্রতিনিধি হাফিজার রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ আলহাজ¦ এ্যাড, মোস্তফা আহমেদ নাইডু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সহ-সভাপতি আলহাজ¦ গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সিনিয়র সদস্য মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, পবিত্র কুমার, নয়ন হোসেন, পত্রিকা বিক্রেতা মোকলেছার রহমান, মুকুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে কেক কাটা, আলোচনা সভা, করতোয়া পত্রিকার মান উন্নয়নে এবং সম্পাদকসহ করতোয়া পত্রিকার পরিবারের সকল সদস্যদের সুস্থাস্থ্য ও দীঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।