বগুড়ার আদমদীঘিতে গভীর রাতে একটি গোয়াল ঘর থেকে ৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। চোরচক্র গোয়াল ঘরের টিনের দরজা খুলে গরু গুলো চুরি করে নিয়ে যায়। গত বৃহস্পতিবার (২৮ আগষ্ট) দিবাগত রাতে আদমদীঘি উপজেলা সদরের ডহরপুর পাঠকপাড়া গ্রামে জনৈক ব্যবসায়ী হামিদুল ইসলামের বাড়িতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই পরিবার দিশেহারা হয়ে পড়েছেন।
জানা যায়, আদমদীঘি উপজেলার সদর ইউনিয়নের ডহরপুর পাঠকপাড়ার হামিদুল ইসলাম একজন গরু ব্যবসায়ী তার বাড়ির গোয়াল ঘরে বিভিন্ন সময় ৭ থেকে ৮ টি গরু রাখতেন। বর্তমানে তিনি বিদেশি জাতের একটিসহ ছোট বড় মিলে ৬টি গরু লালন-পালন করে আসছিলেন। গত বৃহস্পতিবার রাতে তার গোয়াল ঘরে গরুগুলো রেখে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন। রাত ৩টা দিকে ঘুম থেকে জেগে দেখেন গোয়াল ঘরের টিনের দরজা খোলা ৬টি গরুই চোরচক্র চুরি করে নিয়ে গেছে। চুুরি যাওয়া গরুর বর্তমান বাজার মূল্যে প্রায় ৬ লাখ টাকা হবে বলে ক্ষতিগ্রস্ত ওই পরিবার থেকে বলা হয়। এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
স্থানীয়রা বলছেন, হামিদুল ইসলামের বাড়ি সালগ্রাম মুখি রাস্তার পাশে, চোরেরা গরু গুলো মিনি ট্রাক অথবা ভুটভুটি যোগে নিয়ে গেছে। এ ঘটনার পর থানায় অবহীত করা হয়েছে এবং চুরি যাওয়া গরুগুলো খুঁজে পেতে বিভিন্ন স্থানে চেষ্টা করা হচ্ছে বলে হামিদুল ইসলামের স্ত্রী রেহেনা বেগম জানান।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গরু চুরি ঘটনাটি জানার পর রাতেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে চুরি যাওয়া গরুগুলো উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে।