এসো সনাতনী ঐক্যগরি ''সনাতন ধর্ম রক্ষা করি'''
স্লোগান কে সামনে রেখে এ্যাড.বিধান বিহারী গোস্বামী সভাপতি ও সুশান্তু কুমার চক্রবর্তী সাধারন সম্পাদকের বাংলাদেশ হিন্দু মহাজোট এর অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ হিন্দু যুব মহাজোটের গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষনা করেছেন কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ হিন্দু যুব মহাজোট কেন্দ্রীয় কমিটির নিজেস্ব প্যাডে দিলীপ কুমার সরকার রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের সুপারিশ ক্রমে নির্বাহী সভাপতি ব্রজেন্দ্র নাথ রায় ও সাধারন সম্পাদক রনি রাজ বংশীর স্বাক্ষরিত কমিটি আগামী তিন মাসের জন্য অনুমোদন করেন।
অনুমোদিত কমিটিতে চন্দ্রন কুমার কে আহ্বায়ক, যুগ্ন আহ্বায়ক হিসেবে সুমন চন্দ্র রায়,স্বপন রায়,রবি সরকার,নয়ন চন্দ্র রায়,
সদস্য সচিব গোপাল রায়,যুগ্ন সদস্য সচিব হিসেবে রনজিৎ রায়,সবুজ রায়,স্বাধীন কুমার কার্যকরী সদস্য হিসেবে সুমন সরকার,গৌরব চন্দ্র, লিপু চন্দ্র, প্রশান্ত কুমার,জয় রাম,শ্রীমতি জয়শী রানী,বরুন কুমার,সুনীল কুমার,তপন চন্দ্র,স্বপন কুমার সরকার,শ্যামল কুমার সরকার,কাজল রায়।
কমিটি আগামী তিন মাসের মধ্যে জেলা শহরে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ প্রদান করেন