“এসো সনাতনী ঐক্যগড়ি” সনাতন ধর্ম রক্ষা করি,
স্লোগান কে সামনে রেখে বাংলাদেশ হিন্দু মহাজোটের সভাপতি এ্যাড.বিধান বিহাড়ী গোস্বামী ও সাধারন সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তীর
হাত কে শক্তিশালী করার লক্ষে বাংলাদেশ হিন্দু মহাজোট নিলফামারী জেলার জলঢাকা উপজেলায় ২১সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি।
সভাপতি এ্যাড.বিধান বিহাড়ী ও সাধারন সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী কর্তৃক স্বাক্ষরিত কমিটিতে সঞ্জয় কুমার নিখিল কে আহ্বায়ক ও স্নেহাশীষ রায় পার্থ কে সদস্য সচিব করে ঘোষনা করে।
অনুমোদিত কমিটিতে যুগ্ন আহ্বায়ক হিসেবে জিতেন রায়,সবুজ রায়,সুজন রায়,মিঠুন রায়, কার্যকরী সদস্য হিসেবে সুমিত রায়,নিপু রায়,মিলন রায়,সুজন রায়,দিপক রায়,সৌরভ রায়,জীবন রায়,বলরাম রায়,মনোরঞ্জন রায়,বঙ্কিম রায়,অসীম রায়,তপন রায়,বকুল রায়,সাগর রায় ও প্রশান্ত রায় কে সদস্য করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি করে। অনুমোদিত কমিটি কে আরোও বলা হয় আগামী তিন মাসের মধ্যে উপজেলায় একটি সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ করার নির্দেশ প্রদান করেন।