দুর্গোৎসবে মাতোয়ারা গোটা বাঙালি। তবে তারই মাঝে রয়েছে বাতাসে বিষাদের সুর। কারণ মিষ্টিমুখ, সিঁদুর খেলার পাশাপাশি শুভ বিজয়া দশমীর শুভেচ্ছা দিয়ে মাকে বিদায় জানানো সময় এসেছে। এবার মা উমার কৈলাসে ফিরে যাওয়ার পালা। আবার এক বছর মায়ের আসার অপেক্ষায় দিন গুনতে থাকবে আপামর বাঙালি।
বাংলাদেশ হিন্দু মহাজোট এর পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বগুড়া জেলা কমিটির সভাপতি অভিলাশ কুমার বর্মন শুভেচ্ছা বার্তায় বলেন এই ক্লান্তি লগ্নে দেশ ও জাতির সকলের সমৃদ্ধি শুভকামনা ও মঙ্গল কামনা করেন।