বগুড়ার আদমদীঘি উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট,আদমদীঘি উপজেলা শাখার নেতৃবৃন্দগণ।
সনাতন ধর্মের সবচেয়ে বড় উৎসব শারদীয়া দুর্গা পূজা। বেশ জাকজমক আয়োজন ও উৎসবমুখোর পরিবেশের মধ্য দিয়েই পালিত হচ্ছে শারদীয়া দূর্গা উৎসব। এবার আদমদীঘি উপজেলাতে ৬ টি ইউনিয়ন ও ১ পৌরসভা মিলিয়ে মোট ৬৬ টি পূজা মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হচ্ছে।
গত ৩০ সেপ্টেম্বর মহাঅষ্টমীর রাতে আদমদীঘি ও সান্তাহার পৌর এলাকার মন্ডপগুলো পরিদর্শন করেন “বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট", আদমদীঘি উপজেলা শাখার আহবায়ক সৌরভ কুমার কর্মকার, সদস্য সচিব অভিলাষ কুমার বর্মন, যুগ্ন আহবায়ক মিনাল সরকার,কানাই প্রাং, হারান মহন্ত,কৃষ্ণ রায়।
পরিদর্শন কালে পূজা উদযাপন ফ্রন্ট,আদমদীঘি উপজেলা শাখার নেতৃবৃন্দরা জানান, এবার বেশ আনন্দ ও উৎসব মুখোরভাবে পালন করা হচ্ছে শারদীয়া দূর্গাৎসব। সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী বৃন্দরাও যেকোন রকম অপ্রীতিকর ঘটনা মোকাবিলা করতে সার্বক্ষণিক নজর রাখছেন পূজা মন্ডপ গুলোতে।