বগুড়ার আদমদীঘিতে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার রাতে আদমদীঘি উপজেলার মুরইল বাজারে জনৈক শফিকুলের দোকানের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার মুরইল সাওইল রাস্তার পাশের জিয়াউদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (২৫) ও মুরইল নসরতপুর রাস্তার পাশের জছির মন্ডলের ছেলে মিরাজ উদ্দিন (২৫)।
পুলিশ জানায়, গত বুধবার রাতে আদমদীঘি উপজেলায় মাদক বিরোধী অভিযান চলা কালে গোপন সংবাদের ভিক্তিতে থানা পুলিশ আদমদীঘি উপজেলার মুরইল বাজারে জনৈক শফিকুলের দোকানের সামনে মাদক বেচা কেনার সময় উল্লেখিত দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার ও তাদের হেফাজত থেকে ৬০ পিস নিষিদ্ধ নেশা জাতীয় ট্যাপেন্টাডল জব্দ করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে গতকাল বৃহস্পতিবার আদালতে প্রেরণ করা হয়েছে।