আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার রাত ১:৩০ ঘটিকায় বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা হিন্দু মহাজোট এর সভাপতি এবং নারায়নগঞ্জ মহানগর বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট এর যুগ্ন আহবায়ক এ্যাড.রঞ্জিত চন্দ্র দে মৃত্যু বরণ করেন (ওঁ দিবান্ লোকান্ স্ব গচ্ছতু)। তাহার অকাল মৃত্যুতে কেন্দ্রীয় প্যাডে শোকবার্তা প্রেরন করেন । শোকবার্তায় বাংলাদেশ হিন্দু মহাজোট এর সভাপতি এ্যাড.বিধান বিহাড়ী গোস্বামী ,নির্বাহী সভাপতি অভয় রায় ও সাধারন সম্পাদক এ্যাড.সুশান্ত কুমার চক্রবর্তী সহ আমরা বাংলাদেশ হিন্দু মহাজোট পরিবার গভীর ভাবে শোকাহত এবং তাহার বিদেহী আত্মার সদ্গতি কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
এ্যাড.রঞ্জিত চন্দ্র দে-এর মৃত্যুতে অভয় রায় বলেন সমগ্র সনাতনী হিন্দু সম্প্রদায় এক নিবেদিত প্রাণ, অভিভাবকসুলভ ও অনুপ্রেরণার নেতৃত্বকে হারাল। সমাজসেবা,মেহনতী মানুষের অধিকার রক্ষা,ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরনে তাহার দীর্ঘদিনের অবদান সমাজে প্রতিনিয়ত স্মরণীয় হয়ে থাকবে। তিনি শুধু একজন সংগঠক নন,মানুষের দু:খে দুর্দশায় পাশে দাঁড়ান, রঞ্জিত এক মানবিক নেতৃত্ব ছিলেন। তাঁর আদর্শ,কর্মনিষ্ঠা ও সাহসীকতা আগামী প্রজন্মের জন্য পথনির্দেশক হয়ে থাকবে। আমি তাহার বিদেহী আত্মর চিরশান্তি কামনা করি।
অপর দিকে শোক জানিয়েছেন বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি অভিলাশ কুমার বর্মন ও সাধারণ সম্পাদক প্রভাষক তাপস সাহা বাপ্পি।