বগুড়ার আদমদীঘির সান্তাহারে প্রেম ঘটিত কারনে হানজালা (২০) নামের এক কলেজ ছাত্র পিতামাতার সাথে অভিমান করে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার সান্তাহার পৌরসভার ছোট মালশন গ্রামে এ ঘটনা ঘটে। হানজালা ওই গ্রামের আলমগীর হোসেনের ছেলে। সে একাদশ শ্রেনির ছাত্র।
পুলিশ জানান, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১০ টার মধ্যে কলেজ ছাত্র হানজালা নিজ বাড়ির শয়ন ঘরে সিলিং ফ্যানের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন জানতে পেরে পুলিশকে খবর দেন। পরদিন গতকাল শুক্রবার দুপুরে পুলিশ হানজালার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। স্থানীয়রা জানা যায়, প্রেম ঘটিত কারনে হানজালা তার পিতামাতার সাথে অভিমান করে সে এ ঘটনা ঘটায়।
ঘটনা তদন্তকারি টিএসআই আব্দুল মান্নান জানান, মৃত্যু ঘটনা রহস্যজনক মনে হওয়ায় তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক (ইউডি) মামলা হয়েছে।