জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার প্রতিবাদে বগুড়ার আদমদীঘি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি বাসস্ট্যান্ড চত্তরে এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা শাখার ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাকিব আরমান এর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, প্রচার সম্পাদক তারেক হোসেন, সাবেক সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, সাবেক অফিস সম্পাদক বুলবুল আহম্মেদ, আদমদীঘি উপজেলা ছাত্রশিবিরের সম্পাদক আব্দুস সালাম, অফিস সম্পাদক মোত্তালিব হোসেন, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ, এইচআরডি সম্পাদক হিমেল তামিদ, প্রচার সম্পাদক শাহরিয়ার তানভীর, সাহিত্য সম্পাদক সালমান ফারনি প্রমুখ।
জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, এই হত্যা চেষ্টাকারীর সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। যাতে করে এই স্বাধীন দেশে এ ধরনের অপ্রীতিকর ঘটনা আর না ঘটে। আগামী ১২ ফেব্রæয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানানো হয়েছে।