1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০২:১২ অপরাহ্ন

আদমদীঘি সদরে একই রাতে তিন দোকানে চুরি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৩৫৪ বার পড়া হয়েছে

বগুড়া  প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি সদরে একই রাতে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে আদমদীঘি বাসস্ট্যান্ড ও রেলস্টেশন এলাকায় মুদি দোকান, মোবাইল ফোন ও ঔষধের দোকানে এসব চুরির ঘটনা ঘটেছে। চোরেরা তিনটি দোকান থেকে টাকা, সিগারেট, মোবাইল ফোন ঔষধসহ সাড়ে তিন লাখের অধিক টাকার মালাাল চুরি করে নিয়ে গেছে।
চুরি যাওয়া আদমদীঘির মুদি দোকানের মালিক কালিপদ জানায়, গত সোমবার সারাদিন বেচাকেনা করে রাতে দোকান বন্ধ করে বাসায় যান। সকালে দোকান খুলতে এসে দেখেন তার দোকানের দরজার তালা ভাঙ্গা। তার দোকানের ক্যাশ বাক্স থেকে ৩০ হাজার টাকা, সিগারেট অন্যান্ন প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি যায়। মা টেলিকম মোবাইল ফোনের দোকান মালিক শফিকুল বলেন, একই কায়দার তার দোকান থেকে চোরচক্র বিভিন্ন ব্যান্ডের টাচ মোবাইল ফোন, ৫০ হাজার টাকার ফ্যাক্সি লোডের কার্ড ও ক্যাশ থেকে ৫ হাজার টাকাসহ প্রায় আড়াই লক্ষাধিক টাকার মালামাল চুরি করে। এছাড়া শ্রী বিজয় ফার্মেসী নামের ঔষধের দোকানের দরজার তালা ভেঙ্গে কিছু ঔষধ চুরি যায়।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বলেন, এসব ছিচকে চোর ধরতে পুলিশি তৎপরতা চলছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট