মুন্সীগঞ্জের সিরাজদিখানে ৪০ পিস ইয়াবাসহ শাহাদত বেপারী (১৯) নামে এক যুবককে আটক করেছে সিরাজদিখান থানা পুলিশ। রোববার (৩ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের দক্ষিণহাটি গ্রামের রমিজের ব্রিজ এলাকা থেকে একই এলাকার সাইফুল বেপারীর ছেলে শাহাদত বেপারীকে আটক করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিরাজদিখান থানা পুলিশ শেখরনগর কালী মন্দির বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় শাহাদত বেপারীকে তল্লাশি করে তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা জব্দ করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল কালাম বলেন, “মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শাহাদত বেপারীকে ইয়াবাসহ আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে সোমবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।