বগুড়া প্রতিনিধি :
জুলাই অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় বগুড়ার নন্দীগ্রামে জামায়াতে ইসলামীর বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত । ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্রজনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণ এই বিজয় মিছিল ও সামাবেশ সফল করতে উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন স্তরের নেতাকর্মী অংশ গ্রহন করেন। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (৫ আগস্ট) বাদ আছর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যােগে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বীর মুগ্ধ চত্ত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আব্দুর রহমানের সভাপতিত্বে ও পৌর জামায়াতের সেক্রেটারী আব্দুল আলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজ জাতীয় মুক্তি দিবস। ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে দুই হাজার শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশেকে একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত দেশ হিসেবে গড়তে চাই। ফ্যাসিবাদী সরকার ষোলোটি বছর মানুষের মৌলিক অধিকারগুলো কেড়ে নিয়েছিল। অনেক জীবনের বিনিময়ে অর্জিত এই নতুন স্বাধীন দেশে আর কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ শাসক তৈরি না হয় এজন্য আজকে আমাদের শপথ নিতে হবে।সেসময় জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।