উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর রাণীনগর উপজেলায় বিনোদন কেন্দ্র হিসেবে রক্তদহ বিল এলাকায় পর্যটন এলাকা ও পাখি পল্লী গড়ে তোলা হয়েছে।
এলাকাটিতে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তোলার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ।
এবার এলাকাটির সৌন্দর্য বর্ধনের জন্য একটি অরাজনৈতিক সংগঠন অপরাজিতা ফাউন্ডেশনের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের কাছে বিভিন্ন প্রজাতির শতাধিক গাছ হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগষ্ট ফাউন্ডেশনের মাসুম পারভেজ ও সবুজ সরদার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম ও উপজেলা পরিষদের সিএ আনছার আলীর হাতে তুলে দেন দারচিনি, তেজপাতা, লটকন, কাঠবাদাম, জাম, নিম, পাইকড় ও বট গাছ।
ইউএনও রাকিবুল হাসানের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে মাসুম পারভেজ বলেন, তিনি আমাদের এই উপজেলাকে সারা দেশের মানুষের কাছে পর্যটন এলাকা হিসেবে গড়ে তোলার জন্য যে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, এলাকাবাসী হিসেবে আমাদেরও উচিৎ এগিয়ে আসা। তাই আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে গাছগুলো হস্তান্তর করা হয়েছে।
এলাকাটি পর্যটকদের কাছে আরও আকর্ষনীয় করতে পর্যটন এলাকার সৌন্দর্য বৃদ্ধিতে বহুমুখি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। তিনি পর্যটকদের কাছে আকর্ষনীয় করে তুলতে অনেক কিছু করবেন বলে পরিকল্পনায় আছে তার।
পাশাপাশি বিভিন্নভাবে যারা সার্বিক সহযোগিতা করছেন তাদেরকে ধন্যবাদ জানান তিনি।
উল্লেখ, খালের দুই পাশ দিয়ে গড়ে তোলা হয়েছে পাখি পল্লী, মৎস্য অভয়ারণ্য ও পর্যটন এলাকা। বর্ষা মৌসুমে পানিতে টইটম্বুর হওয়া বিল ও খালটি দর্শন করতে এলাকাটি দর্শনার্থীদের আগমনে জমজমাট হয়ে ওঠে। কিন্তু বর্ষা মৌসুমে বিল ও খালের সৌন্দর্য প্রকাশে এবং নৌকা চলাচলের বড় বাধা ছিলো কচুরিপানা। পাখি পল্লীর সৌন্দর্য নষ্ট করার প্রধান অন্তরায় ছিলো খালে জমে থাকা এই কচুরিপানা।
পর্যটন এলাকায় আসা দর্শনার্থীরা যেন সহজেই নৌকা করে বর্ষার রূপ ও পর্যটন এলাকার সৌন্দর্য উপভোগ করতে পারেন সেই জন্য সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসানের প্রচেষ্টায় ওই এলাকার সংযোগ রতনডারা খালের কচুরিপানা পরিষ্কার করা হয়েছে। ফলে সৌন্দর্য যেন হারিয়ে ফেলা খাল ফিরে পেয়েছে তার প্রাকৃতিক জীবনধারা। খালজুড়ে এখন বইছে নির্মল জলধারা, চলছে নৌকা।
এখন পরিবর্তনের ছোঁয়ায় রক্তদহ বিল এলাকা হয়ে উঠেছে আরও আকর্ষণীয়।