পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২ তম শুভ জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ হিন্দু মহাজোটের পক্ষ থেকে দেশ ও দেশের বাহিরের সকল সনাতনীদের জানাই শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা।****শুভ জন্মাষ্টমী**।
কৃষ্ণ তোমার মন থেকে মুছে দিক সমস্ত কষ্ট দুঃখ, যতই কঠিন সময় আসুক না কেন, শ্রীকৃষ্ণের ওপর বিশ্বাস রাখবেন সবসময়।
জীবনে কখনও ভেঙে পড়ো না, তোমার পাশে শ্রীকৃষ্ণ আছেন। কঠিন সময় তুমি ঠিক পেরিয়ে যাবে এই বিশ্বাস সব সময় রেখো মনে। তোমাকে জানাই জন্মাষ্টমীর শুভেচ্ছা।