এসো সনাতনী ঐক্য গড়ি, সনাতন ধর্ম রক্ষা করি”—এই প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় গঠিত হয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোটের ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।
এই কমিটিতে উত্তম গুপ্তকে আহ্বায়ক এবং প্রদীপ শর্মাকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। ১৪ আগস্ট, কেন্দ্রীয় কমিটির সভাপতি বিধান বিহারী গোস্বামী এবং সাধারণ সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তী স্বাক্ষরিত এক অফিস প্যাডের মাধ্যমে আগামী ৯০দিন (তিন) মাসের জন্য কমিটির অনুমোদন দেওয়া হয় এবং তাতে আরোও বলা হয় এই সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়। কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে আছেন ডাঃ রবীন্দ্র নাথ রায়, শিব নাথ গুপ্ত, রনজিৎ কুমার মানী, দিপক কুমার মানী, বিশ্বজিৎ সাহা, এবং জামিনী মোহন রায়। এছাড়া, অধ্যাপক দিলীপ রায়কে কমিটির ১নং সদস্য হিসেবে রাখা হয়েছে।
নবগঠিত কমিটির সদস্য সচিব প্রদীপ শর্মা বলেন, “এই কমিটি সনাতন ধর্মাবলম্বী ভাই-বোনদের সুখ-দুঃখে পাশে থেকে নিরলসভাবে কাজ করে যাবে।” তিনি আসন্ন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানান এবং ১৬ই আগষ্ট শনিবার সকাল ১০টায় ডোমার শ্রীশ্রী সন্ন্যাসী মন্দিরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলকে আমন্ত্রণ জানান।