পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২ তম শুভ আর্বিভাব তিথি “শুভ জন্মাষ্টমী” উদযাপন করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট ডোমার উপজেলা শাখা।
১৬ই আগষ্ট রোজ শনিবার নিলফামারী জেলার ডোমার উপজেলার বাংলাদেশ হিন্দু মহাজোটের আয়োজনে কেন্দ্রীয় শ্রীশ্রী সন্যাসী মন্দিরে উদযাপন টি অনুষ্ঠিত হয়।
শহরের প্রধান প্রধান মোর প্রদক্ষিন করে শ্রীশ্রী সন্যাসী মন্দিরে এক ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সভাপতিত্ব করেন উপজেলা নব গঠিত কমিটির আহ্বায়ক বাবু উত্তম গুপ্ত ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব বাবু প্রদীপ শর্মা। আরোও উপস্থিত ছিলেন যুগ্ন আহ্বায়ক ডা: রবীন্দ্রনাথ রায়,শিবনাথ গুপ্ত,রনজিৎ কুমার মানী,দীপক কুমার মানী,বিশ্বজিৎসাহা,জামিনী মোহন রায়,অসীম সাহা,কার্যনির্বাহী সদস্য অধ্যাপক দিলীপ রায়সহ উক্ত কমিটির সকল সদস্য উপজেলা বিভিন্ন ইউনিয়ন থেকে সনাতন ধর্মালম্বীগন ।