উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃনওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বিরুদ্ধে রাস্তার সরকারি গাছ কাটার অভিযোগ পাওয়াগেছে। জানা গেছে, গতকাল শনিবার সকালে স্থানীয় বিএনপি নেতা কাজেম উদ্দিন
নওগাঁর রাজশাহী সড়কের পাশে ভীমপুর ইউনিয়নের রানীপুকুরে সরকারী তালের গাছ কাটা শুরু করেন।
এ সময় এলাকাবাসী স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানালে তিনি ঘটনাস্থলে একজন ইউপি সদস্যকে পাঠান।
ইউপি সদস্যের নিষেধ উপেক্ষা করে কাজেম উদ্দিন ৩টি তালের গাছ কাটেন বলে অভিযোগ করা হয়। কাজেম উদ্দিন ভীমপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বলে জানা গেছে। পরে খবর পেয়ে পুলিশ এসে গাছগুলো উদ্ধার করে।
এ ব্যাপারে ভীমপুর ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা রাম প্রসাদ ভদ্রের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন। সড়ক ও জনপথের উপবিভাগীয় প্রকৌশলী নুরে আলম সিদ্দিকী বলেন কাটা গাছগুলো পুলিশ উদ্ধার করে তাদের হেফাজতে দিয়েছে।