পরমেশ্বর ভগবান শ্রী কৃষ্ণের ৫২৫২ তম আর্বিভাব অতিথি “শুভ জন্মাষ্টমী”মঙ্গল শোভাযাত্রা করেছেন বাংলাদেশ হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোট জেলা শাখা।
১৬ই আগস্ট শনিবার সকাল ১০টাই নারায়নগঞ্জ জেলা বাংলাদেশ হিন্দু মহাজোট, যুব ও ছাত্র মহাজোটের যৌথ উদ্যোগে দুষ্টের দমনকারী সৃষ্টের পালনকারী পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করেন।
মঙ্গল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি ও নারায়নগঞ্জ জেলা বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অভয় কুমার রায়,কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারন সম্পাদক নয়ন সাহা,কেন্দ্রীয় কমিটির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও নারায়নগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাড.রনজিৎ চন্দ্র রায়সহ ছাত্র ও যুব মহাজোটের নেতৃবৃন্দ এবং সনাতনী সম্প্রদায়ের অংশ গ্রহণে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।