1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন

নওগাঁর নিয়ামতপুরে সরকারি খাস-পুকুর থেকে মাছ লুটের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৪৩৫ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলায় সরকারি (খাস) পুকুর থেকে মাছ লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। পুকুর থেকে অন্তত দুই লাখ টাকার মাছ লুট হয়েছে।

জানা গেছে, উপজেলার হাজিনগর ইউনিয়নের কন্যাপাড়া পাঁচপুকুরিয়া গ্রামের সরকারি খাস পুকুরটি দীর্ঘদিন ধরে প্রায় ৩০–৩৫ জন মিলে মাছ চাষ করছেন। এ ঘটনায় স্থানীয় এক বিএনপি নেতাসহ কয়েকজনকে দায়ী করে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।

অভিযুক্ত মোশারফ হোসেন নিয়ামতপুর উপজেলা বিএনপির সদস্য। এলাকাবাসীদের পক্ষ থেকে মঙ্গলবার (১৯ আগস্ট) অভিযোগটি করেন মোজাম্মেল হোসেন নামের এক ব্যক্তি। তিনি বলেন, পুকুরটিতে রুই, কাতলাসহ ১২ প্রজাতির প্রায় এক লাখ টাকার মাছ চাষ করা হচ্ছিল। গত (১৮ আগস্ট) সোমবার সন্ধ্যার দিকে জানতে পারি, পুকুরের মাছ লুট করা হয়েছে। মৌখিকভাবে প্রতিবাদ করলে প্রতিপক্ষের সঙ্গে বাকবিতর্ক হয়। একপর্যায়ে অভিযোগ অনুযায়ী প্রতিপক্ষ মোশাররফ এবং তার সহযোগীরা দেশীয় অস্ত্র নিয়ে চাষিদের ওপর হামলার উদ্দেশে এগিয়ে আসে। ভয়ে চাষিরা ওই স্থান থেকে সরতে বাধ্য হন।

অভিযুক্ত উপজেলা বিএনপি নেতা মোশাররফ হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পুকুরটি দেবাত্তর সম্পত্তি, দেবাত্তর আমাকে দেখভালের দায়িত্ব দিয়েছে। পুকুরের মাছ ধরে হিন্দু সম্প্রদায়ের মধ্যে বিতরণ করার জন্য কিছু মাছ ধরা হয়েছে এবং কিছু বিক্রি করা হয়েছে।’

এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ‘পুকুর থেকে মাছ লুটের অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
নওগাঁ#

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট