1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন

পত্নীতলায় সরকারি গাছ কাটার অভিযোগে আওয়ামীলীগের ২ নেতা আটক

  • প্রকাশিত: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৮ বার পড়া হয়েছে

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলায় সরকারি গাছ কাটার অভিযোগে নজিপুর ইউনিয়নের কাঞ্চন গ্রামের মতিয়ার রহমানের ছেলে রেজাউল করিম (মন্টু) (৫৩)এবং একই গ্রামের গয়েশ চৌধুরী ছেলে মোজাফ্ফর চৌধুরী (৪৭) কে আটক করা হয়েছে। রেজাউল করিম মন্টু ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি এবং মোজাফফর চৌধুরী ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সদস্য বলে জানা যায়। এ ঘটনায় উপজেলা বন কর্মকর্তা নূরুল ইসলাম বাদী হয়ে পত্নীতলা থানায় এজাহার দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায় গত ২০ আগস্ট বিকাল আনুমানিক ৫ টার দিকে গোপন সংবাদের মাধ্যমে উপজেলা বন বিভাগর কর্মকর্তা জানতে পারেন পত্নীতলা উপজেলাধীন নজিপুর ইউনিয়নের অর্ন্তগত ২০১১-২০১২ অর্থবছরে সৃজিত ০২ কি.মি. সংযোগ সড়ক বাগান উজিরপুর মিশন ব্রীজ হতে ফয়েমপুর তেমাথা পর্যন্ত বাগানের গুচ্ছু গ্রামের আনুমানিক ৩০০গজ দক্ষিনদিক হইতে অবৈধ ভাবে লাভ ও লোভের আশায় কিছু দুষ্কৃতকারী সরকারি গাছ কেটে পাচার করতেছে। এমন খবরে বন বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রওনা দেন ঘটনাস্থলের ১০০ গজ দূর থেকে দেখতে পান ০৪/০৫ জন লোক সরকারি বাগানের গাছ কেটে টুকরা করতেছে। আরও কাছাকাছি গেলে তাদের উপস্থিতি টের পেয়ে তারা পালাইতে থাকে, আসামীদেরকে হাতে-নাতে ধরার জন্য ধাওয়া করে উল্লেখিত দুজন কে গ্রেপ্তার করে আর বাকিরা পলায়ন করেন।

আসামীদ্বয়সহ ঘটনাস্থল তল্লাশী করে ৪ টুকরা আকাশমনি কাঠ = ৯.১০ ১৩ ঘনফুট কাঠ জব্দ করেন। এতে কাঠের ক্ষতি ধরা হয়েছে ১০,৯২০/- টাকা এবং পরিবেশের ক্ষতি ৫০,০০০/- সর্বমোট ক্ষতি= ৬০,৯২০/-

পরবর্তিতে আসামীদের বিরুদ্ধে ১৯২৭ সনের বন আইন (যাহা ২০০০ সালে সংশোধিত) আইনের ৩৩ (১) এর (ছ) ধারার মামলা রুজু করা হয়েছে। পত্নীতলা থানার মামলা নং ০৯ তাং ২১.৮.২৫।

মোজাফফর হোসেনের পরিবারের লোকজন বলেন মোজাফফর চৌধুরী দীর্ঘদিন যাবত কাঠের ব্যবসা করেন সে বিক্রেতার বাড়ির পাশে পড়ে থাকা গাছের গুল্ম কিনে নেন সে কোন গাছ কাটতে যায় নি।

পত্নীতলা থানার অফিসার ইনচার্জ ওসি শাহ মোঃ এনায়েতুর রহমান বলেন বন আইনে মামলা রুজু করে দুজন কে বৃহস্পতিবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট