বগুড়ায় ডিবি পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৪২ (বিয়াল্লিশ) কোটি টাকা মূল্যের মহামূল্যবান সাপের বিষ (কোবরা ভেনম) উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চোরাচালান চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
শুক্রবার বিকেলে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নির্দেশনায় এসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনা করে।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বগুড়া শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়ার বাসিন্দা এস.এম.এ ফেরদৌস (৭৪), পিতা মৃত আ. মজিদ ফ্রান্স থেকে অবৈধভাবে আনা সাপের বিষ নিজ হেফাজতে রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে শহরের ঠনঠনিয়া মন্ডলপাড়া শহীদনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগী মো. রমজান আলী (৫৫), পিতা মৃত আজিমুদ্দিন, সাং গোহাইল, সূত্রাপুর কে আটক করা হয়।
তাদের হেফাজত থেকে একটি বড় কাগজের কার্টুনে রাখা ৫টি কাচের পাত্র উদ্ধার করা হয়। প্রতিটি জারের গায়ে ইংরেজিতে লেখা ছিল: “RED DRAGON COMPANY, MADE IN FRANCE”। উদ্ধারকৃত বিষের আনুমানিক আন্তর্জাতিক বাজার মূল্য প্রায় ৪২ কোটি টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করে যে, তারা দীর্ঘদিন ধরে আমদানি নিষিদ্ধ সাপের বিষ চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে বিক্রি করে আসছিলো।
উল্লেখ্য, গ্রেফতারকৃত এস.এম.এ ফেরদৌসের বিরুদ্ধে এর আগেও একটি সিআর মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে সদর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করা হয়েছে।