“এসো সনাতনী ঐক্যগড়ি, সনাতন ধর্ম রক্ষা করি” স্লোগান কে সামনে রেখে বিধান বিহারী ও সুশান্ত কুমারের হাতকে শক্তিশালী করার লক্ষে রংপুর বিভাগের নিলফামারী জেলায় বাংলাদেশ হিন্দু মহাজোট ৫১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি ঘোষনা করেন।
আজ ১৪ সেপ্টেম্বর রোজ: শনিবার বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির প্যাডে এ্যাড.বিধান বিহাড়ী গোস্বামী সভাপতি ও এ্যাড.সুশান্ত কুমার চক্রবর্তী সাধারণ সম্পাদকের স্বাক্ষর করে কমিটি ঘোষনা করেন।
অনুমোদিত কমিটিতে উপদষ্টা : অ্যাডভোকটে বাবু মলয় কুমার রায় ও বাবু প্রদপি কুমার দে মঠিু ।
আহবায়ক : বাবু সুমন চক্রর্বতী ও যুগ্ন আহবায়ক হিসেবে : বাবু মদন কুন্ডু, বাবু সুজন সরকার, বাবু নির্মল সরকার,বাবু জয়দবে রায়, বাবু রঞ্জতি রায় , বাবু প্রদীপ র্শমা ,বাবু উত্তম গুপ্ত , বাবু সঞ্জয় কুমার রায় নখিলি ,বাবু স্নেহাশীষ রায় র্পাথ, বাবু জতিনে রায় ও বাবু সজীব রায়।
সদস্য সচিব হিসেবে বাবু রবি দে ও কার্যকরী সদস্য বাবু পরিতোষ রায়,বাবু জুয়লে রায়,বাবু কার্তিক রায় , বাবু জয়ন্ত রায় ,বাবু মানিক রায়, বাবু নারায়ন রায়, বাবু স্বাধীন ঘোষ, বাবু সুভাষ রায়, বাবু জগদীশ রায় , সৌখনি রায় ,বাবু মানিক চন্দ্র রায়, বাবু তারকশ্বের রায় ,বাবু রতন চন্দ্র রায় ,বাবু ডাক্তার রবীন্দ্রনাথ রায়, বাবু সুভাষ চন্দ্র রায়, বাবু দীপক কুমার মানি ,বাবু রনজতি মানি ,বাবু বিপুল কুমার রায় ,বাবু প্রমথ রায় ,বাবু সুজন চক্রর্বতী, বাবু দুলাল শর্মা, বাবু সবুজ রায়,বাবু হরে কৃষ্ণ রায়, বাবু প্রবীর কুমার, বাবু প্রশান্ত রায়, বাবু শ্যামল রায় ,বাবু রিপন রায়, বাবু দিপু রায়, বাবু যামিনী কৃষ্ণ রায়, বাবু অসীম সাহা, বাবু মদনমোহন সিংহ, বাবু মিঠুন রায়, বাবু সুমিত রায়, বাবু অশোক গুপ্ত, বাবু বিমান সাহা, বাবু মিন্টু আগরওয়ালা,বাবু প্রতাপ চন্দ্র রায় ও অনত্যি রায় কে সদস্য করে কমিটি ঘোষনা করেন। আগামী তিন মাসের জন্য কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি, বলা হয় এই সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ প্রদান করেন