বগুড়া গাবতলীর মহিষাবান পালপাড়া কেন্দ্রীয় হরি মন্দির এবং মহিষাবান পালপাড়া ডাক্তার বাড়ী শ্রীশ্রী রাঁধা গোবিন্দ দুর্গা ও কালীমাতা মন্দির এর কমিটি গঠনের লক্ষে গতকাল রবিবার শ্রী শচীন্দ্রনাথ পাল এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে মহিষাবান পালপাড়া কেন্দ্রীয় হরি মন্দির কমিটিতে তরুন সমাজসেবক লক্ষণ চন্দ্র পাল কে সভাপতি এবং পলাশ চন্দ্র পাল কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়াও কমিটিতে মহাদেব চন্দ্র পাল সাংগঠনিক সম্পাদক, সন্তোষ চন্দ্র পাল কোষাধক্ষ্য, রাধে শ্যাম চন্দ্র পাল ধর্ম বিষয়ক সম্পাদক ও হৃদয় চন্দ্র পাল সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে। নির্বাচিত নেতৃবৃন্দরা আগামী ৩০দিনের মধ্যে পুনাঙ্গ কমিটি গঠন করবেন