বগুড়া দুপচাঁচিয়া উপজেলার তালোড়া পৌরসভার তালোড়া বাজারে এক হৃদয়বিদারক ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার মধ্যরাতে অজ্ঞাতনামা একদল ডাকাত হিমু পোদ্দার আগরওয়ালা (৬২) এর বাড়িতে হা*মলা চালায়।
ডাকাতরা ঘরের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে। এরপর বাড়িতে থাকা ২ ভাই ও ৩ বোনকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-পা বেঁধে নির্মমভাবে মারধর করে। এ সময় তারা প্রায় ৩ লাখ টাকা, ৩টি মোবাইল ফোনসহ ঘরের আসবাবপত্র তছনছ করে নিয়ে যায়।
ঘটনার এক পর্যায়ে ডাকাতরা হিমু পোদ্দারের বোন বিমলা পোদ্দার (৬৭)-কে শ্বাসরোধ করে হত্যা করে।
পরিবার সূত্রে জানা যায়, হিমু পোদ্দার আগরওয়ালারা পাঁচ ভাই-বোন মিলে একই বাড়িতে বসবাস করতেন। তারা দীর্ঘদিন ধরে চাল, ভূষি, চিটা, লালী ও সরিষার ব্যবসা করে আসছিলেন। সবার বয়স ৬০ থেকে ৭০ বছরের মধ্যে, এবং তাদের মধ্যে দুইজন প্রতিবন্ধী ও বেশিরভাগই অসুস্থ।
খবর পেয়ে দুপচাঁচিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছেন পুলিশ