সামাজিক,ধর্মীয় ,অরাজনৈতিক সেচ্ছাসেবি সংগঠন “এসো সনাতনী ঐক্য গড়ি,সনাতন ধর্ম রক্ষা করি” স্লোগানকে সামনে রেখে গঠিত ”বাংলাদেশ হিন্দু মহাজোট” সারা দেশের ন্যায় রাজশাহী বিভাগের বগুড়া, নাটোরের পর নওগাঁ জেলা কমিটি অনুমোদন দিয়েছে বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ হিন্দু মহাজোট কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাড. বিধান বিহাড়ী গোস্বামী ও সাধারন সম্পাদক সুশান্ত কুমার চক্রবর্তীর যৌথ স্বাক্ষরিত আহবায়ক কমিটিতে বিনয় সরকার কে আহবায়ক ,সিনিয়র যুগ্ন আহবায়ক ছোটন কান্ত চক্রবর্তী ,যুগ্ন আহবায়ক হিসেবে বিকাশ সরকার,মহেশ পাল,শ্রী মলয়,শংকর চক্রবর্তী দীপক সরকার,পিনাকী কুমার , শুভাশিষ ঘোষ(খোকন) সদস্য সচিব হিসেবে লিটন কুমার দাস এবং কার্যকরী সদস্য হিসেবে পলাশ কুমার,মমিতা রানী দাস,কাজলী রানী সরকার,নীলিমা রানী সরকার,গোপাল চন্দ্র সরকার, শোভন কুমার দাস,বাপ্পি কুমার মন্ডল,সুমন কুমার সিং,শাওন কুমার দাস,প্রদিপ চন্দ্র মন্ডল,সঞ্জীব কুমার দাস,মিন্টু কুমার দাস,,দুলাল মন্ডল,শ্রীমতি শিখা রানী,উমা রানী ,সুভাষ চন্দ্র,রাম প্রসাদ ভদ্র,তাপস রায়,শ্রী সবুজ কুমার,রতন কান্ত চক্রবর্তী,টুটুল চন্দ্র মন্ডল কে সদস্য করে আগামী নব্বই দিনের মধ্যে পূর্ণাঙ্গ করা হবে এই মর্মে কমিটি অনুমোদন দেন।