1. avilashkumarbarman@gmail.com : জাগরনী বার্তা : জাগরনী বার্তা
  2. info@www.jagoronibarta.com : জাগরনী বার্তা :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন

বগুড়ার আদমদীঘিতে ডোবা থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

  • প্রকাশিত: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

বগুড়ার আদমদীঘিতে নিখোঁজের ৩দিন পর সেকেন্দার আলী (৭৩) নামের এক বৃদ্ধের লাশ ডোবার হাটু পানি থেকে উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলার বশিকোড়া আকন্দপাড়া বাড়ির পাশে একটি ডোবার পানিতে ভাসমান অবস্থায় গ্রামবাসী দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেওয়া হয়। মৃত সেকেন্দার আলী আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউপির বশিকোড়া আকন্দপাড়ার মৃত বয়তুল্ল্যা ওরফে বানুর ছেলে। বৃদ্ধ সেকেন্দার আলীর মৃত্যুটি রহস্যজনক হওয়ায় আদমদীঘি থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার বশিকোড়ার আকন্দপাড়ার বৃদ্ধ সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল। গত শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে বাড়ি থেকে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়। এরপর থেকে বিভিন্ন স্থানে সন্ধান করেও তাকে পাওয়া যায়নি। গতকাল সোমবার (২৪ নভেম্বর) সকালে গ্রামের কয়েকজন মহিলা বাড়ির পাশে একটি ডোবার হাটু পানিতে সেকেন্দার আলীর ভাসমান মরদেহ দেখতে পেলে জানাজানি হয়। পরে আদমদীঘি থানা পুলিশকে খবর দেয়া হলে পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে প্রেরণ করেন। মৃত ব্যক্তির ভায়রা মহসিন আলী জানায়, সেকেন্দার আলী একজন মানসিক রোগি ছিল। ঘুরতে বেড়িয়ে গিয়ে ওই ডোবার পানিতে পড়ে মারা যায়।
ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধর মৃত্যটি রহস্যজনক হওয়ায় লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলে তার মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় আদমদীঘি থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর ডায়েরি করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, জাগরনী বার্তা-২০২৫
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট