
ব্যাংক চেক ডিজঅনার সিআর দুই মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানামুলে সাজাপ্রাপ্ত পলাতক আসামী শিবেশ মৈত্র ওরফে ঈদলকে গ্রেপ্তার করেছে আদমদীঘি থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর রাতে নওগাঁ সদরের উকিলপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তর করা হয়। গ্রেপ্তারকৃত শিবেশ মৈত্র আদমদীঘি উপজেলা সদরের তালশন গ্রামের মৃত ভূপেন্দ্রনাথ মৈত্রের ছেলে।
পুলিশ জানায়, বিগত ২০১৫ সালে শিবেশ মৈত্র ওরফে ঈদলের বিরুদ্ধে বগুড়া জেলা দায়রা জজ আদালতে দায়ের করা পৃথক দুটি ব্যাংক চেক ডিজঅনার সিআর মামলা হয়। উল্লেখিত মামলার মধ্যে সিআর ১৬৪৬/২০১৫ মামলায় তার বিরুদ্ধে আদালত ২০১৬ সালে ৩১ অক্টোবর এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৬ লাখ টাকা অর্থদন্ড প্রদাণ করেন এবং একই আদালত ২০১৮ সালের ২০ ফেব্রæয়ারি সিআর ১৬১৪/২০১৫ মামলায় তাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২৫ লাখ টাকা অর্থদন্ডের আদেশ প্রদাণ করেন। এ দুটি মামলায় সাজা হওয়ার পর থেকেই সে পলাতক ছিল। এদিকে পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে থানার উপ-পরিদর্শক বাবুল আক্তার সঙ্গীয় ফোর্সসহ দীর্ঘদিন পলাতক থাকা দন্ডপ্রাপ্ত পলাতক আসামী শিবেশ মৈত্র ওরফে ঈদলকে গতকাল বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) ভোর ৬টায় নওগাঁ সদরের উকিলপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন দুপুরে গ্রেপ্তারকৃত আসামী শিবেশ মৈত্র ঈদলকে আদালতে প্রেরণ করা হয়েছে।