
বগুড়ার আদমদীঘিতে ট্রাকর ধাক্কায় ভটভটি উল্টে দুইজন নিহত হয়েছে। গতকাল সোমবার সকালে সাড়ে ৯টায় বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘি উপজেলার চাটখইর-বোয়ালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, নওগাঁ জেলার রানীনগর উপজেলার আমগ্রামের লালু সরদারের ছেলে মাছ ব্যবসায়ী রফিকুল ইসলাম (৫৬) ও ভটভটি চালক একই উপজেলার খানপুর গ্রামের তাছের উদ্দিনের ছেলে চঞ্চল হোসেন (৪৮)।
পুলিশ জানায়, সোমবার সকালে উল্লেখিত ব্যক্তিরা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা সদরে মাছ বিক্রি করে একটি ভটভটি যোগে বাড়ি ফিরছিলেন। ভটভটি গাড়িটি আদমদীঘি উপজেলার অদুরে চাটখইর-বোয়ালিয়া নামক স্থানে পৌঁছিলে বিপরিত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ভটভটিকে ধাক্কা দিলে ভটভটি উল্টে সড়কের পাশে পড়ে চালক ও মাছ ব্যবসায়ী গুরুত্বর আহত হয়। খবর পেয়ে আদমদীঘি ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে আসার পর মাছ ব্যবসায়ী রফিকুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর চালক চঞ্চল হোসেনকে মূমূর্ষ অবস্থায় বগুড়া হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যায়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।