
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী আব্দুল মহিত তালুকদার সহকারি রিটানিং অফিসারের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। গতকাল সোমবার বেলা ১২ টার দিকে উপজেলা সহকারী রিটানিং কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের হাতে তিনি নিজেই তার মনোনয়নপত্র হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, সহ সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা, গোলাম মোস্তফা, সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আখতারুজ্জামান মিঠু।